প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬
সচিবালয়ে আগুন: ১৩টি ইউনিট কাজ করছে নিয়ন্ত্রণে
রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১টা ৫২ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
|আরো খবর
প্রথমে সচিবালয়ে অবস্থানরত ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের আরও ১৩টি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে।
আগুন লাগার কারণ অজানাঅগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এলাকাটি ঘিরে রাখা হয়েছে, এবং সেখানে জনসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে।
ক্ষয়ক্ষতির আশঙ্কাএই অগ্নিকাণ্ডে সরকারি গুরুত্বপূর্ণ নথি ও সরঞ্জামের ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে বিস্তারিত তথ্য ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুসন্ধানের পর জানা যাবে।
আরও তথ্যফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা হবে।
আমাদের ভার্চুয়াল প্রতিনিধি সার্বক্ষণিক যোগাযোগ রাখছে । নতুন কোনো তথ্য পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই জানানো হবে।